নতুন ট্রেডারদেন ক্ষেত্রে ফরেক্স মার্কেট সম্পর্কে পুরোপুরি দক্ষতা অর্জনে আগেই মূলধন বিনিয়োগ নিঃশন্দেহে একটি আত্বঘাতী পদক্ষেপ। কেননা দীর্ঘদিন নতুন ট্রেডারদের পর্যবেক্ষনের ফলে একটা বিষয়ে আমি ১০০% নিশ্চিত হয়েছি যে নতুনদের মধ্যে প্রায় ৯০% ট্রেডার ই তাদের প্রথম ডিপোজিট হারিয়ে ফেলেন। এতে দোষের কিছু নাই। দুই একবার মূলধন হারিয়ে ফেলা স্বাভাবিক বিষয়। কিন্তু ডিপোজিট যদি নিজের কষ্টে অর্জিত টাকা থেকে হয় তাহলে অধিকাংশ ট্রেডরই ভেঙ্গে পড়েন ও পুনঃট্রেডে নিরুৎসাহিত হন। তাই নতুনদের রিয়েল ডিপোজিটে ট্রেড করার আগে ডেমোতে পর্যাপ্ত পরিমানের অনুশীলনের পরামর্শ দেয়া হয়।
যেহেতু অধিকাংশ নতুন ট্রেডারগনই তাদের প্রথম ডিপোজিট হারিয়ে ফেলেন ও নিরুৎসাহিত হন। তাই তাদের কে পুনঃট্রেডে উংসাহিত করতে ব্রোকার বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। যেমন নো-ডিপোজিট বোনাস, ডেমো প্রতিযোগিতা ইত্যাদী। এছাড়াও তারা বিভিন্ন ফোরাম পরিচালনা করে। যেন ট্রেডারগন সেখানে ফরেক্স সম্পর্কিত যাবতীয় আলোচনা শেয়ার করতে পারেন ও একে অন্যের সাহায্যে আরো দক্ষতা অর্জন করতে পারেন। আর এসব ফোরামে প্রতিটা আলোচনা ও মন্তব্যের বিনিময়ে তারা ফোরাম সদস্যদের নির্দিষ্ট পরিমানের বোনাস প্রদান করে। যেগুলো দিয়ে ট্রেড করে একজন ক্ষতিগ্রস্থ ট্রেডার আনায়সে তার ক্ষতিপূরন করে নিজেকে একজন দক্ষ ও সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারেন।
ইন্সটাফরেক্স তেমনই একটি ব্রোকার যারা তাদের গ্রাহকদের উংসাহিত করতে একাদিক ফোরাম পরিচালনা করে থাকে।
প্রথম পর্বেই আমরা এই ব্রোকার ও এদের পরিচালিত ফোরাম গুলো সম্পর্কে জানবো। যেহেতু সবগুলো ফোরামই একটি কম্পানি দ্বারা পরিচালিত তাই ফোরাম গুলোর থিম ভিন্ন ভিন্ন হলেও সেগুলোর নিয়মনীতি ও ইন্টারফেস একই ধরনের। তাই আশাকরি যেকোন একটি ফোরাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেই হবে। আমরা যেহেতু বাংলাদেশী তাই বাংলাদেশীদের জন্য পরিচালি ফোরাম নিয়েই আলোচনা করবো।বাংলাদেশীদের জন্য পরিচালিত তাদের ফোরামটির নাম হচ্ছে বাংলাদেশ ফরেক্স ফোরাম।
ফোরামে প্রবেশ ও নিবন্ধন করার আগে এর নিয়মাবলী সম্পর্কে জেনেনিই। এছাড়াও তারা সত্যিই পেমেন্ট দেয় কিনা সেটাও জানার প্রয়োজন আছে।
- বাংলাদেশ ফোরেক্স ফোরাম এর সদস্য হওয়ামাত্র আপনি ‘পোস্টিং বোনাস’ এর আওতাভুক্ত হয়ে যাবেন।
- সাধারণত প্রতি পোস্ট এ আপনি ২০ সেন্ট করে বোনাস পাবেন। ” মুক্ত আলোচনা ” অংশে প্রতি পোস্ট এ ৫ সেন্ট করে বোনাস পাবেন।
- সমগ্র বোনাস এর সমপরিমাণ অর্থ মাস শেষে আপনার ইন্সটাফোরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট এ জমা হবে।
- বোনাস এর অর্থ কখনই অ্যাকাউন্ট থেকে তোলা যাবে না। কিন্তু এই বোনাস দিয়ে ফোরেক্স ট্রেড করার পর আপনি যতটুকু লাভ করবেন তার পুরোটাই অ্যাকাউন্ট থেকে তুলে ফেলতে পারবেন।
- একজন সদস্য বোনাস পাওয়ার জন্য একবারে একটির বেশি অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন না। কিন্তু প্রতি ২ মাস অন্তর অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন।
- বোনাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ফোরাম প্রদত্ত লিংক দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। অথবা ইন্সটাফোরেক্স এ নতুন অ্যাকাউন্ট খোলার সময় ‘affiliate code‘ এর শূন্যস্থানে অবশ্যই “portalforum” লিখতে হবে। অন্যথায় ট্রেডিং অ্যাকাউন্ট আপনার প্রোফাইল এ সংযুক্ত করতে পারবেন না।
- বোনাস দিয়ে ট্রেডকৃত লাভ তোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্সটাফোরেক্স অ্যাকাউন্ট উপযুক্ত প্রমাণাদি দ্বারা ভেরিফাই (২য় স্তর) করে নিতে হবে।
- কোনও রকম ব্যাখ্যা ছাড়াই ইন্সটাফোরেক্স বোনাস/লাভ বাতিল বা না দেবার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। নিয়মানুযায়ী, এটা তখনই ঘটবে যখন কোনও সদস্য ফোরাম/ট্রেডিং এর নিয়ন কানুন ভঙ্গ করবেন।
- যদি কোনও সদস্যের ইন্সটাফোরেক্স প্রযোজিত অন্য কোনও ফোরাম এ অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি মাস শেষে শুধুমাত্র একটি ফোরাম থেকেই বোনাস পাবেন।
- যদি কোনও সদস্য মাসের শুরুতে ট্রেডিং অ্যাকাউন্ট সংযুক্ত করতে ব্যর্থ হন তবে তার বোনাস পরবর্তী মাসে বিলুপ্ত হয়ে যাবে।
- বিজ্ঞাপন পোস্ট এর জন্য কোনও বোনাস পাওয়া যাবে না।
- প্রতিটি পোস্ট অকৃত্রিম ও সারমর্মপূর্ণ হতে হবে।
- ঘন ঘন ও অপ্রাসঙ্গিক পোস্ট এর জন্য কোনও বোনাস পাওয়া যাবে না।
- অসার ও অপ্রয়োজনীয় পোস্ট করা যাবে না। বিনা প্রয়োজনে একের অধিক পোস্ট করা নিষিদ্ধ।
- একটি পোস্ট এর দৈর্ঘ্য কোনক্রমেই ২ টি পূর্ণ লাইনের কম করা যাবে না।
- কোনও নিয়মের ব্যতিক্রম ঘটলে কোনরকম ব্যাখ্যা ছাড়াই বোনাস বাতিল হয়ে যাবে।
* যদি শর্তাবলীর ২, ৪ ও ৫ নং শর্তগুলি না মানা হয় তবে মাস শেষে বোনাস এর পরিমানে ফোরাম প্রশাসন হস্তক্ষেপ করার অধিকার সংরক্ষণ করেন।
যেসব কারনে আপনার একাউন্টটিকে স্থায়ী ভাবে ব্যান করা হতে পারেঃ- অর্থহীন পোস্ট।
- স্প্যামিং।
- অন্য সদস্যদের পোস্ট নকল অথবা সরাসরি কপি পেইস্ট করা।
- বেশী বোনাস পাওয়ার উদ্দেশ্যে যে কোনও অসদুপায় অবলম্বন করা।
- মডারেটররা বার বার সতর্ক করা সত্ত্বেও ক্রমাগতভাবে অর্থহীন এবং অপ্রাসঙ্গিক পোস্ট করে যাওয়া।
- কোনও পোস্ট কে প্রয়োজনীয় এবং উপকারী মনে হলে ‘Thanks’ বাটন এ ক্লিক করাই যথেষ্ট। ‘অসাধারণ পোস্ট এর জন্য অনেক অনেক ধন্যবাদ’ এই ধরণের সংক্ষিপ্ত ও অপ্রয়োজনীয় পোস্ট বার বার করার জন্য ফোরাম থেকে নির্বাসিত হতে পারেন।
- ইন্সটাফোরেক্স ব্যতীত অন্য কোনও ফোরেক্স ব্রোকার কে বিজ্ঞাপিত করা।
- একের অধিক অ্যাকাউন্ট তৈরি করা।
- প্রথমেই এই লিঙ্কে ক্লিক করে ফোরামে প্রবেশ করুন।
- উপরে ডানপাশের কোনায় অবস্থিত রেজিস্টার বাটনে ক্লিক করুন।
- রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনি রেজিষ্ট্রেশন ফরম পাবেন।
- ফরমটি নিচের চিত্র অনুসারে যথাযথ পুরন করুন।
- সবকিছু ঠিক থাকলে নিচের মত কনফারমেশন মেসেজ পাবেন।
- এবার আপনার মেইলে প্রবেশ করে ইনবক্স/স্প্যাম থেকে একটিভেশন মেইল ওপেন করে নিচে চিত্রে দেখানো লিঙ্কে ক্লিক করুন।
- লিঙ্কে ক্লিক করলে নিচের মত কনফারমেশন মেসেজ পাবেন।

- সেইসাথে একটি কনফারমেশন মেইল ও পাবেন।
- মেইল পেলেই বুঝবেন আপনার একাউন্টটি একটিভেট হয়ে গেছে।
এবার বোনাস ট্রেডিং একাউন্টে ট্রান্সফার করার পালাঃ
- প্রথমে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যাবহার করে বাংলাদেশ ফোরেক্স ফোরামে লগিন করুন।
- এবার উপরে ডান পাশের কোনায় অবস্থিত My Profile লিঙ্কে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন।
- Bouns for post ট্যাবে ক্লিক করুন।
- Attach account এর পাশে + বাটনে ক্লিক করুন।
- একাউন্টটি সফল ভাবে এড হয়ে যাবে।
ভাই আমি নতুন । আপনার সাহায্য চাই
ReplyDeleteআমি একেবারেই যারা নতুন তাদের জন্য একটা আর্টিকেল লিখছি। আশাকরি সেটা পড়ার পর যে কেও ফরেক্সে কোন সমস্যা ছাড়াই ভালো ভাবে ট্রেড করতে পারবে। কিন্ত আমি একটা বড় ধরনের ব্যস্ততায় আছি তাই আর্টিকেল প্রকাশ করতে দেরী হচ্ছে। আপনি মেনু বারে স্কুল নামে একটা মেনু দেখতে পাবেন সেটাতে ক্লিক করে আপাতত আটিকেল গুলো পড়তে থাকুন।
ReplyDeleteAffiliate code এর জায়গায় কি ফোরাম লিখতে হবে, অর্থাৎ Forum লিখতে হবে?
ReplyDeleteজ্বী রেজাউল ভাই, অবশ্যই Affiliate code এর জায়গায় Forum কোড টি লিখতে হবে। নয়ত আপনার একাউন্টে কিন্ত বোনাস জমা হবেনা।
ReplyDeleteShoaib ভাই many many thanks for your nice post. ভাইয়া 2 মাস ধরে instr trade করছি। আপনার কথা মত আমি 1 মাস forum কমেন্ট পোষ্ট করেছি। তারা 82 doller ডিপোজিট করেছে। এটা দিয়ে 66 doller profit করেছি। এখন আমি proffit টা withdrow করতে চাই। but কেমন করে bangladesh withdrow করব জানি না। ভাইয়া আপনি কেমন করে bd তে withdrow করলেন, picture সহ নিয়ম টা যদি দিয়ে দিতেন, অনেক বেশি কৃতজ্ঞ থাকব।
ReplyDeleteআপনি উপকৃত হয়েছেন শুনে খুশি হলাম। আপনার মত অনেকেই আমাকে এই ব্যাপারটা সম্পর্কে মেইল দিচ্ছেন যে কি ভাবে এবং কোন মেথডের মাধ্যমে সহজেই ইন্সটাফরেক্স থেকে টাকা উঠানো যাবে। আর সে জন্যই আমি এটা সম্পর্কে বিস্তারিত ছবি সহ একটা আর্টিকেল এর খশড়া তৈরী করেছি এবং সেটা আমি দুই এক দিনের মধ্যেই এই ব্লগে প্রকাশ করবো।
ReplyDeleteshoaid ভাই. টাকা উঠানোর আর্টিকেল মেথড টা একটু তাড়াতাড়ি ব্লগে প্রকাশ করুন।
ReplyDeleteVai,
ReplyDeletesalam neban nigeria-forex ar moto r kono site insta forex a attach kora jai kina. ak forum site a koto ta post deya jaba daily.
Thanks.
আমি যেই কয়টা ফোরাম সাইটের কথা এই ব্লগে আলোচনা করেছি তারা সবাই ইন্সটাফরেক্স এ পেমেন্ট দিয়ে থাকে। আপনি দৈনিক এক ডলার এর পোস্ট করতে পারেন। তবে আপনার পোস্ট যদি মানসম্মত হয় তাহলে যত খুশি তত পোস্ট করতে পারেন। আমি এক জনকে দেখিছি যে পাচ মাসে এক হাজার ডলারের পোস্ট করেছিল।
ReplyDeleteVAIA, AJKE MASH ER 7 TARIKH HOE GALO,AKHONO BONUS AMAR INSTAFOREX A ADD HOLO NA.AMAR FORUM SITE A 8$ ASE. INSTAFOREX ER ACCOUNT O THIKVABE KHULA HOISE. FORUM ER OIKHANE LEKHA WILL BE PAYED FOR 7.12 IS 8.00. BUT ETA KOBE AMAR FOREX ACCOUNT A ADD HOBE???
ReplyDeleteসাধারনত সবাই তিন থেকে চার তারিখের মধ্যেই বোনাস পেয়ে যায়। কিন্তু এই মাসে শুধু আপনিই নয় আমি নিজে সহ আমার পরিচিত প্রায় ৭০ জন ফরেক্স ট্রেডার আছে যার কেউই বোনাস পায়নি। এই রকম কেন হল সেটা জানতে চেয়ে আমি তাদের কাছে মেইল দিয়েছি। এখন কি রিপ্লাই আসে সেটার জন্য অপেক্ষা করছি।
ReplyDeletesalam neban.Eid mubarak.I am new forex trader. now i want to deposit some money live account.pls tell me which broker house and payment method is the best for me. Try to send some good trading strategy and suggestion about forex.
ReplyDeleteThanks.
আপনি http://www.xemarkets.com/ এ ডিপোজিট করতে পারেন। এদের সার্ভার খুবেই ফাস্ট এবং এরা ইন্সট্যান্ট উয়িড্র দিয়ে থাকে। এখানে আপনি ৩০% ডিপোজিট বোনাস পাবেন। তবে এদের লিভারেজ টা একটু কম। এছাড়াও আরো অনেক ব্রকার হয়েছে যারা হয়ত আরো অনেক বেশী সুযোগ সুবিধা দিচ্ছে। আপনি নিজেই আগে কয়েকটা ব্রকার নির্বাচন করুন এর পরে এক্সপার্টদের সাহায্যনিন যে এদের মধ্যে কোনটাতে ডিপোজিট করা নিরাপদ হবে। আর হাঁ আপনাকেও ঈদ মোবারক।
ReplyDeletePlease Can you tell me which payment processor is best for forex trading.Money bookers,Liberty reserve,Alert pay or Pioneer MasterCard.
ReplyDeleteThanks.
আমার কাছে মানিবুকার্স ই সবচেয়ে সহজ মাধ্যম বলে হনে হয়। তবে আপনি যেই চারটা অপশন দিয়েছেন সে সব গুলোই ফরেক্স এর জন্য বেস্ট পেমেন্ট প্রসেসর।
ReplyDeleteThanks for your suggestion.But can you tell how can i bank verify with moneybookers account?Sorry to have disturbed you.Pls when you are free that time answer me.
ReplyDeleteব্যস্ততার জন্য আপনার কমেন্টের উত্তর দিতে দেরী হলো বলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিভাবে মানিবুকার্সের থেকে টাকা ব্যাংকে ট্রন্সফার করবেন ও কিভাবে ব্যাংক একাউন্ট ভেরিফাই করবেন সেটা শুধু কমেন্টের মাধ্যমে বিস্তারিত ভাবে বলা সম্ভব নয় তাই আমি বিস্তারিত স্ক্রিন সর্ট সহ একটা আর্টিকেল লিখব বলে ঠিক করেছি। আশা করি আর্টিকেল টি প্রকাশ হওয়ার পরে আপনার আর কোন সমস্যা থাকবেনা।
ReplyDeleteVai salam neban.4 month holo forex study korlam.Kisu idea holo .Akhon demo korci.Akhon jodi bolten bangladesha forex legal or illegal?Legal hola valo akti broker ar name and Payment method ar bapara jodi boltan khub upkar hoto.Money bookers neya lekha pelam na akhono.May Allah bless you.
ReplyDeleteচারমাস ধরে স্টাডি করার পরেও আপনি এখনো ডেমোতে অনুশিলন করছেন জেনে ভালোলাগলো। আসলে আমাদের ধৈর্য অনেক কম তাই অনেকেই একসপ্তাহ স্টাডি করেই সরাসরি আসল একাউন্টে ট্রেড করা শুরু করে যার ফলাফল শূন্য হাতে বাড়ি ফেরা। তবে আপনি তাদের দলেনন আশা করি আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ট্রেড করার জন্য অনেক ব্রকার হাউস ই আছে তাবে নতুনদের জন্য আমি মনে করি xemarkets অনেক ভালো ব্রোকার এরা ইন্সট্যান্ট উয়িড্র দিয়ে থাকে এছাড়াও প্রথম বার ডিপোজিট করলে ১০০% বোনাস পাবেন। বিস্তারিত জানতে দেথুন http://www.xemarkets.com/double-up। আমি বর্তমানে একদম নতুনদের জন্য একটা আর্টিকেল লিখছি এটা শেষ হলেই মানিবুকার্স সম্পর্কে বিস্তারিত একটা আর্টিকেল লিখব ইনশাআল্লাহ।
ReplyDeletevaia ami september mash a nigeria te comment kore 10$ die trade kore profit kore ta withdraw o kosrsi. but october mash a 63$ nigeria te joma korleo akhono ta amar insta te joma hoi nai, amonki ami akhon comment korleo ta r count hosse na, boltese admin dara check hobe but shei check r shesh hoina and bonus o passina. mt5 a comment korte geleo ak e obostha. akhon ami ki korte pari? bonus ki r pabo na? amar ak friend er o ak e obostha. oder contact option a gie message o diesilam but no reply.
ReplyDeleteআমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। শুধু আপনিই নয় আরো অনেকেরই এই সমস্যা হয়েছে। আমি এই ব্যাপার সম্পর্কে মডারেটরের সঙ্গে আলোচনা করেছি। আসলে আপনার পোষ্ট মানসম্মত না হওয়ায় তা মডারেটর ডিলিট করে দিয়েছেন। এবং আপনাকে তারা নজরে রেখেছে। তাই আমার উপদেশ হলো এখন আপনি খুবসাবধানে এবং ফোরাম রুলস মেনে পোস্ট করুন নয়ত কিন্তু অচিরেই তারা আপনাকে ব্যান করে দিবে।
ReplyDeletevaia, ami bujhte peresi but amar je $$ gula ase oigula kano passina?oigula ki r pabona?
ReplyDeleter akta kotha holo je ami mt5 a new account khule 8 ta comment korsi, bonus amount o 1.6 show kortese but akhon r comment kora jasse na, nigeriar moto problem.aita to new account, ekhane ami beshi post o kori nai, oi 8 ta post and then 2 ta korsi.
ReplyDeleteযেই পোষ্টগুলোর জন্য আপনাকে বোনাস দিতে চেয়েছিল সেগুলোই কিন্তু ডিলিট করেদিয়েছে তাই বোনাস পাওয়ার কোন কারনই আমি দেখছিনা।
ReplyDeleteআসলে সবগুলো ফোরাম সাইটই খুবই কড়াকড়ি শুরু করেছে তাই আবারো বলছি একটু সাবধানে পোষ্ট করুন নয়ত দেখা যাবে মাসশেষে আপনার সবগুলো পোষ্টই ডিলিট করে দিয়েছে।
ReplyDeleteVai salam neban.Thanks answerer jonno.Akhon jodi bolten Bangladesh thaka forex trade korla kono problen acha ki na?(Govt. rules anijae).May Allah bless you.
ReplyDeletevaia, apni ki ai month a nigeria theke bonus paisen? :?:
ReplyDeleteবাংলাদেশ থেকে ফরেক্স করতে সরকারীভাবে কোন বাধা থাকার কথা নয়। যদি বাধা থাকতো তাহলে অনেক ব্রকার হাউজের অফিস ই এখন বাংলাদেশে আছে তাদেরকে অবৈধ ঘোষনা করা হত । তাছাড়া আপনি যদি সরকারকে ট্যাক্স দিয়ে লেনদেন করেন তাহলে অসুবিধা কোথায়। আর ট্র্যাক্স ফাকি দিয়ে করা সবধরনের লেনদেনই অবৈধ সেটা ফরেক্স হোক বা অন্যকিছু। সালাম নিলাম। আপনাকেও আল্লাহ আরো উচ্চ মর্যাদা দান করুক।
ReplyDeleteপ্রায় ৬/৭ মাস হলো আমি ফোরাম পোষ্ট করা বাদ দিয়েছি আসলে ফোরাম পোষ্ট করার মত ধৈর্য আমার নাই। তাই বলে আবার ভাববেন না আমি বিশাল ব্যাস্ত একজন মানুষ আসলে আমার মত অলস এই পৃথিবী আর একটা আছে কিনা সন্দেহ :mrgreen: । আর এই অলসতার জন্যই পোষ্ট করতে পারছিনা তবে এই মাসের রেফারেল বোনাস পেয়েছি আরো পরিচিত কয়েক জনকে ফোন দিয়েছিলাম তারাও বলল পেয়েছে।
ReplyDeletemt5 theke onekei paise but nigeria theke onekei tader insta account a $$ pai nai. bdpips ao ai nie oneke post disse je tara passe na, amon akjon pelam na jara nigeria theke paise, jai hok.ans dear jonno thanx.
ReplyDeleteআপনার কথা শুনে আমি আরো ভালোভাবে খোজনিলাম। এবং জানলাম রেফারেলবোনাস টা সবাই পেয়েছে তবে পোষ্টের জন্য বোনাস টা কেওই পায়নি এমটি ফাইভ থেকেও বেশী ভাগ ট্রেডার বোনাস পায়নি। আসলে বাংলাদেশ থেকে ৮০ % ট্রেডার কপিপেষ্ট করছে বলেই এই সমস্যাটা ঘন ঘন হচ্ছে। আশাকরি সামনের মাসের বোনাসটা ভালো ভাবে পাবেন।
ReplyDeleteshamner masher bonus kivabe pabo?post e to nisse na. bad luck.ami kono post e copy paste marina and valoi post dei, but bad luck hoe gelo r ki.thank you
ReplyDeleter akta kotha vaia, ai problem ki ageo hoisilo?
আমার একবার এই ধরনের সমস্যা হয়েছিল তবে পরে তারা আমাকে দুইমাসের বোনাস একবারে দিয়েদিয়েছিল। আপনার যেহেতু পোষ্টই নিচ্ছেনা তাহলে কি আর করার। তবে আপনি একটা কাজ করতে পারেন আপনার এই একাউন্টটাকে এখানেই বিদাই দিয়ে দিন এবং নতুন করে একটা একাউন্ট খুলে পোষ্ট করা শুরু করুন । তবে হাঁ নতুন যেই একাউন্ট করবেন সেটা যেন আবার এটার রেফারেলে খুলতে যাইয়েন না তাহলে কিন্তু দুইটা একাউন্টই ব্যান করে দিবে।
ReplyDeleteVai salam neban.Forex markete a ak satha 4/5 ta trade open kora thakla,Sokol trade ak satha (one click) close korar kono upai acha ki na janaben please.May Allah bless you.
ReplyDeleteএই পক্রিয়া টা একটু জটিল তাই মন্তব্যের মাধ্যমে বুঝনো সম্ভব নয়। আমি এটাকে পোষ্ট আকারে দিলাম। আশাকরি পোষ্ট টি পড়লেই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
ReplyDeleteশুভেচ্ছা জানাই,
ReplyDeleteআমরা আপনাকে ইন্সটাফরেক্স পার্টনারশিপ প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে আপনার ইমেইল এড্রেসটি প্রদান করলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে।
ধন্যবাদ আমন্ত্রণের জন্য আমার পার্সোনাল ইমেইল: muhammadshoaibahmed@gmail.com
DeleteBoth new and existing Forex traders look for deposit bonus to boost their trading capital to get advantage on trading. Forex Deposit Bonus helps to survive longer and open bigger trading volume. Thus Deposit Bonus is very effective for traders.
ReplyDeleteForex Deposit Bonus