- প্রথমেই এই লিঙ্কে ক্লিক করে লগইন পেজে প্রবেশ করুন।
- নির্দিষ্ট স্থানে আপনার ই-মেইল ও পাসওয়ার্ড লিখে ড্যাসবোর্ডে প্রবেশ করুন।
- ছবিতে দেখানো স্থানে অথবা Deposit/Withdrawal মেনু হতে Withdraw Funds এ ক্লিক করুন।
- লিস্ট থেকে আপনার পছন্দের মাধ্যম সিলেক্ট করুন (আমি মানিবুকার্স সিলেক্ট করেছি)।
- উয়িড্রয়াল ফরমটি যথাযথ ভাবে পূরন করুন।
- ট্রেডিং একাউন্টের পাসওয়ার্ড লিখুন ( যেই পাসওয়ার্ড ব্যাবহার করে ড্যাশবোর্ডে প্রবেশ করেছেন সেটি লিখলে কিন্তু হবেনা)।
- কত ডলার উঠাতে চাচ্ছেন সেটি লিখুন।
- সর্বচ্চ কত ডলার উঠাতে পারবেন সেটি লেখা রয়েছে।
- আপনার মানিবুকার্সের ইমেইল আইডি লিখুন।
- সবশেষে Withdraw Funds বাটনে ক্লিক করুন।
- এবার আপনাকে একটি কনফারমেশন কোড প্রবেশ করতে বলবে।
- কোডটির জন্য আপনার মেইলে প্রবেশ করে দেখুন নিচের মত একটি মেইল এসেছে ।
- মেইলে দেয়া লিঙ্কে ক্লিক করুন
- অথবা কোডটি কপি করে নিচে দেখানো স্থানে প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করুন।
- সবকিছু ঠিকঠাক মত কমপ্লিট করলে পেমেন্ট প্রসেসিং অবস্থায় দেখাবে।
- সাথে সাথেই আপনার পেমেন্ট কনফার্ম করা হবে।
- পেমেন্ট সফল ভাবে কনফার্ম হলে মানিবুকার্স থেকে একটি নিশ্চিতকরন মেইল পাবেন।
যেকোন সমস্যা নির্দিধায় কমেন্ট অথাবা ফেজবুক পেজের মাধ্যমে জানাবেন।
Post a Comment