আশা করি সকল আনভেরিফাই মেম্বারগন Roboforex থেকে ১৫ ডলার নো-ডিপোজিট বোনাস পেয়েছেন ও সফল ভাবে ট্রেড করে প্রফিটও বানিয়ে ফেলেছেন। এবার আসুন তাহলে প্রফিট গুলো কিভাবে উয়িড্র করা যায় সেই পদ্ধতি নিয়ে আলোচনা করি।
  • প্রথমেই এই লিঙ্কে ক্লিক করে লগইন পেজে প্রবেশ করুন।
  • নির্দিষ্ট স্থানে আপনার ই-মেইল ও পাসওয়ার্ড লিখে ড্যাসবোর্ডে প্রবেশ করুন।
  • ছবিতে দেখানো স্থানে অথবা Deposit/Withdrawal মেনু হতে Withdraw Funds এ ক্লিক করুন।
  • লিস্ট থেকে আপনার পছন্দের মাধ্যম সিলেক্ট করুন (আমি মানিবুকার্স সিলেক্ট করেছি)।
  • উয়িড্রয়াল ফরমটি যথাযথ ভাবে পূরন করুন।
  1. ট্রেডিং একাউন্টের পাসওয়ার্ড লিখুন ( যেই পাসওয়ার্ড ব্যাবহার করে ড্যাশবোর্ডে প্রবেশ করেছেন সেটি লিখলে কিন্তু হবেনা)।
  2. কত ডলার উঠাতে চাচ্ছেন সেটি লিখুন।
  3. সর্বচ্চ কত ডলার উঠাতে পারবেন সেটি লেখা রয়েছে।
  4. আপনার মানিবুকার্সের ইমেইল আইডি লিখুন।
  5. সবশেষে Withdraw Funds বাটনে ক্লিক করুন।
  6.  এবার আপনাকে একটি কনফারমেশন কোড প্রবেশ করতে বলবে।
  7. কোডটির জন্য আপনার মেইলে প্রবেশ করে দেখুন নিচের মত একটি মেইল এসেছে ।
  • মেইলে দেয়া লিঙ্কে ক্লিক করুন
  • অথবা কোডটি কপি করে নিচে দেখানো স্থানে প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করুন।
  • সবকিছু ঠিকঠাক মত কমপ্লিট করলে পেমেন্ট প্রসেসিং অবস্থায় দেখাবে।
  • সাথে সাথেই আপনার পেমেন্ট কনফার্ম করা হবে।
  • পেমেন্ট সফল ভাবে কনফার্ম হলে মানিবুকার্স থেকে একটি নিশ্চিতকরন মেইল পাবেন।

যেকোন সমস্যা নির্দিধায় কমেন্ট অথাবা ফেজবুক পেজের মাধ্যমে জানাবেন।

Post a Comment

 
Top