বিস্তারিতঃ
- নতুন একাউন্ট খুলার জন্য এই লিঙ্কে ক্লিক করে রোবোফরেক্স ওয়েব সাইটে প্রবেশ করুন।
- চিত্রে দেখানো স্থানে ক্লিক করে রেজিষ্ট্রেশন পেজে প্রবেশ করুন।
- এবার নিচের চিত্র অনুসরন করে রেজিষ্ট্রেশন ফরম টি যথাযথ ভাবে পূরন করুন।
- রেজিষ্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হলে ইমেইলের মাধ্যমে একাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড পাবেন।
- প্রাপ্ত পাসওয়ার্ড ও ই-মেইল ব্যাবহার করে আপনার একাউন্টে প্রবেশ করুন।
- মেনু হতে Profile >> Verification পেজে প্রবেশ করুন।
- আপনার পাসপোর্ট/ভোটার আইডি কার্ড ও বিদ্যুৎ/ফোন বিলের স্ক্যান করা কপি নির্ধারিত স্থানে প্রবশ করিয়ে একাউন্ট ভেরিফাই করে ফেলুন।
- একাউন্ট ভেরিফাই হতে ৪৮ ঘন্টার মত সময় লাগতে পারে।
- একাউন্ট সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে ইমেইলের মাধ্যমে একটি কুপন কোড পাবেন।
- কোডটি পেলে মেইলে দেয়া লিঙ্কে প্রবেশ করুন।
- Bonus coupon code: এর ঘরে বোনাস কোড টি লিখুন করুন।
- আপনার যদি একাধিক একাউন্ট থেকে থকে সেক্ষে্ত্রে যেই একাউন্টে বোনাস রিসিভ করতে চাচ্ছেন সেটি নির্বচন করে Enroll বাটনে ক্লিক করুন।
- কোড সঠিক হলে নিচের মত প্রসেসিং লেখা দেখতে পাবেন
- এর কিছুক্ষন পরেই ১৫ ডলার বোনস আপনার কাঙ্খিত একাউন্টে উপভোগ করতে পরবেন।
Post a Comment