
প্রত্যেকটা পর্বকেই যথাসম্ভব সহজ ভাবে তৈরী করার চেষ্টা করেছি। তাই আশাকরি কারো বুঝতে সমস্যা হবেনা। এর পরেও যদি সমস্যা হয় তাহলে নির্দিধায় জানাবেন।
- প্রথম পর্বে ফরেক্স মার্কেটের পরিচয় ও কিভাবে এখান থেকে লাভ লস করা যায় তা জানবো।
- দ্বিতীয় পর্বে মেটাট্রেডার প্লাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা ,
- ও ধারাবহিক ভাবে তা বিভিন্ন ধরনের ট্রেডিং কৌশলে গিয়ে শেষ হবে।
কথা না বাড়িয়ে আসুন শুরু করিঃ
ফরেক্স কি?
ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজার বা মার্কেট । এই মার্কেটে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদহারণ সরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারবেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিত আরও বিভিন্ন দেশের কারেন্সি আছে যা আপনি এখান থেকে ক্রয়-বিক্রয় করতে পারেন।
কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবর্তনশীল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়ে থাকে। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে তাহলে ডলারের বিপরীতে যখন ইউরোর দাম কমবে তখন আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার যখন ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হবে তখন ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।
যেমন ধরুন, আপনার কাছে ১০০ ডলার আছে যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ালে তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারবেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই আমরা আয় করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে।
যেমন ধরুন, আপনার কাছে ১০০ ডলার আছে যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ালে তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারবেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই আমরা আয় করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে।
কিভাবে এই মার্কেটে লেনদেন করবেন?
ফরেক্স মার্কেটে লেনদেন করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি বিশ্বস্ত দালাল বা ব্রকার নির্বাচন করতে হবে। যারা আপনা পক্ষে ফরেক্স মার্কেটের সমস্ত লেনদেন সম্পন্ন করবেন। আর এদের কাছেই আপনার সমস্ত মূলধন জমা রাখতে হবে। তাই সর্বপ্রথম একটি ভালো ব্রকার নির্বাচন করা অপরিহার্য।
ফরেক্স মার্কেটের লেনদেনকে বলা হয় ট্রেড। অর্থ্যাৎ এখানে একটি সফল লেনদেন সম্পন্ন করা হলে বলা হবে একটি সফল ট্রেড সম্পন্ন হয়েছে। ট্রেড করার জন্য বয়েছে ট্রেডিং প্লাটফর্ম।
বিভিন্ন ধরনের ট্রেডিং প্লাটফর্ম রয়েছে। এদের মধ্যে মেটাট্রেডার 4 প্লাটফর্ম সবচেয়ে বেশী জনপ্রিয়।
ফরেক্স মার্কেটের লেনদেনকে বলা হয় ট্রেড। অর্থ্যাৎ এখানে একটি সফল লেনদেন সম্পন্ন করা হলে বলা হবে একটি সফল ট্রেড সম্পন্ন হয়েছে। ট্রেড করার জন্য বয়েছে ট্রেডিং প্লাটফর্ম।
বিভিন্ন ধরনের ট্রেডিং প্লাটফর্ম রয়েছে। এদের মধ্যে মেটাট্রেডার 4 প্লাটফর্ম সবচেয়ে বেশী জনপ্রিয়।
বিঃদ্রঃ ব্যাস্ততার জন্য টিউটিরিয়াল গুলো যথা সম্ভব সংক্ষিপ্ত আকারে তৈরী করেছি। যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে নির্দিধায় কমেন্টের মাধ্যমে জানাবেন।
Post a Comment